লজ্জাবতী গাছের লজ্জার কারণ এবং এর বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

লজ্জাবতী গাছের উপকারিতা, এর ব্যবহার পদ্ধতি এবং কিছু প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন। কোনকিছুর স্পর্শ পেলে চুপসে যাওয়া বিশেষ এই বৈশিষ্ট্য ছাড়াও লজ্জাবতী গাছের আছে নানা ঔষধি গুনাগুন।

লজ্জাবতী-গাছের-উপকারিতা

এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পারবেন লজ্জাবতী গাছের উপকারিতা, ব্যাবহার পদ্ধতি, ঔষধি গুনাগুন এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে।


পোস্ট সূচীপত্রঃ লজ্জাবতী গাছের উপকারিতা


লজ্জাবতী গাছের উপকারিতা

লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে লজ্জাবতী গাছ সম্পর্কে। লজ্জাবতী গাছ বাংলাদেশের একটি অতি পরিচিত উদ্ভিদ, এ গাছের পাতা স্পর্শ করলেই এটিত চুপসে যায়। বিশেষ এই বৈশিষ্ট্য থাকায় অন্য যে কোন গাছ থেকে আলাদা এই লজ্জাবতী গাছ। লজ্জাবতী বর্ষজীবী গুল্ম উদ্ভিদ এবং স্পর্শকাতর লতা বিশেষ। এর পাতা দেখতে কিছুটা তেতুল পাতার মত, স্পর্শকাতর হওয়ার কারণে মানুষের স্পর্শ পেলে এই গাছটি চুপসে যায়। সরু এবং লম্বা পাতার ফাঁকে গাছটিতে হালকা বেগুনি রংয়ের ফুল ফোটে যার ফলে গাছটিকে অনেক সুন্দর দেখায়।

শুধু রহস্যময় আচরণ বা দেখতে সুন্দরই নয়, এই গাছটির রয়েছে নানা ঔষধি গুনাগুন। যেমনঃ রক্তপাত বন্ধ করে, দাঁতের মাড়ি শক্ত করে, হাঁপানি ও শ্বাসকষ্টে উপকারী, পোকামাকড়ের কামড়ে উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ঘুমের সমস্যায় সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চর্মরোগ দূরকরা সহ নানা রোগের প্রাকৃতিক ঔষধ এটি।


লজ্জাবতী গাছের পরিচিতি

বৈজ্ঞানিক নামঃ  মিমোসা পুডিকা

স্থানীয় নামঃ লজ্জাবতী, সমঙ্গা, লজ্জালু, অঞ্জলিকারিকা, ছুঁই না ছুঁই এবং ইংরেজীতে Tuch Me Not বলে।

পরিবারঃ ফ্যাবেসি (লেগুমিনোসে)

উৎপত্তিস্থানঃ দক্ষিণ আমেরিকা। তবে এখন ভারত, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশে পাওয়া যায়।

গাছের ধরণঃ গুল্ম জাতীয় গাছ, পাতা স্পর্শ করলে চুপসে যায়।


লজ্জাবতী গাছের লজ্জার কারণ

লজ্জাবতীর বিশেষ বিস্ময় বা বৈশিষ্ট্য হলো এটি অন্ধকার হলে বা কোন কিছুর সামান্য স্পর্শ পাওয়ার সাথে সাথে সংকুচিত হয়, চুপসে যায় বা নববধূূর মতো নেতিয়ে পড়ে। মানুষের মতো অনুভূতি সম্পন্ন এ গাছ কোন কিছুর স্পর্শ পেলে সাথে সাথে এর পাতাগুলো বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর তা পূর্বের অবস্থায় ফিরে আসে। এত এত লজ্জার কারণেই গাছটির নাম লজ্জাবতী। এই পোস্টে লজ্জাবতী গাছের লজ্জার কারণ জানার পাশাপাশি আমরা জানবো লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে।

লজ্জাবতী-গাছের-উপকারিতা

লজ্জাবতী গাছের পাতার গোড়ায় অনেকগুলো ছোট ছোট কোষ থাকে, এই কোষগুলো পানি এবং খনিজ পদার্থ দিয়ে ভর্তি থাকে যার ফলে এর পাতাগুলো সোজা হয়ে থাকে। গাছটি যখন কোন কিছুর স্পর্শ পায় তখন এর কোষ থেকে পানি এবং খনিজ পদার্থ গুলো বের হয়ে পেছনদিকে চলে যায়। যার ফলে পাতাগুলো সোজা হয়ে থাকার শক্তি না পাওয়ায় চুপসে যায় বা নেতিয়ে পড়ে। কারণ স্পর্শ থেকে গাছে এক ধরনের তড়িৎ প্রবাহ কাজ করে, এই তড়িৎ প্রবাহের ফলে গাছের পাতাগুলো সংকুচিত হয়ে চুপসে যায়।


রক্তপাত বন্ধে লজ্জাবতী গাছের প্রাকৃতিক গুণ

 প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদ হিসেবে লজ্জাবতীর ব্যবহার হয়ে আসছে। এই গাছ পাহাড়ি অঞ্চলে বেশি দেখা গেলও বাংলার গ্রামাঞ্চলে মাঠে-ঘাটে বা ঝোপঝাড়ে খুব সহজেই চোখে পড়ে। লজ্জাবতী গাছ কাটা স্থানের রক্ত পড়া বন্ধ করতে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কাটাছেঁড়া বা ছোটখাটো আঘাতে লজ্জাবতী গাছের পাতা বেটে পেস্ট করে ক্ষতস্থানে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।


দাঁতের মাড়ি শক্ত করতে লজ্জাবতী গাছের ব্যবহার

মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ দাঁত, বর্তমান সময়ে আমরা অনেকেই দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া সহ বিভিন্ন সমস্যা সারাতে লজ্জাবতী গাছ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। লজ্জাবতী গাছের মূল এবং পাতার রস দিয়ে সপ্তাহের প্রতিদিন দুই থেকে তিনবার কুলকুচি করলে দাঁতের ব্যথা দূর হয় এবং মাড়ির শক্ত হয়।


হাঁপানি ও শ্বাসকষ্টে লজ্জাবতী গাছের উপকারীতা

প্রাচীনকাল থেকে লজ্জাবতী গাছ বিভিন্ন রোগের ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাঁপানি এবং শ্বাসকষ্ট সহ কাশি উপশমে এটি ব্যাপকভাবে কার্যকরী। লজ্জাবতীর মূল পিষে খেলে কাশি উপশম হয় এবং এই গাছের পাতায় থাকা প্রাকৃতিক উপাদান শ্বাসতন্ত্রকে পরিষ্কার করে হাঁপানি ও শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে।

কাঁচা পাতা পিষে রস করে অথবা শুকনো পাতা গুড়ো করে গরম পানির সাথে মিশিয়ে চা হিসেবে পান করতে পারেন।


পোকামাকড়ের কামড়ে প্রাথমিক চিকিৎসা হিসেবে লজ্জাবতীর ব্যবহার

শরীরের কোন অংশে পোকামাকড় বা কীটপতঙ্গ কামড়ালে ক্ষতস্থানে লজ্জাবতী পাতা বেটে পেস্ট করে লাগালে দ্রুত ব্যথা এবং ফোলা ভাব কমে যায়। আক্রান্ত স্থানে সরাসরি পাতার পেস্ট ব্যবহার করতে হবে।


বমি ও ডায়রিয়া প্রতিরোধে লজ্জাবতী পাতার উপকারিতা

লজ্জাবতী গাছের মূলের রস বমি হওয়া ও ডায়রিয়ার মত সমস্যায় জাদুর মত কাজ করে। এক চামচ শুকনো মূলের গুড়োর সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে বমি ও পাতলা পায়খানা সেরে যায়।


অর্শ রোগ বা পাইলসের চিকিৎসায় লজ্জাবতী গাছের ভূমিকা

প্রাচীনকাল থেকেই অর্শ রোগ ও পাইলসের চিকিৎসায় লজ্জাবতী গাছের মূল ও পাতার ব্যবহার করা হয়। অতিরিক্ত মসলাদার খাবার খেলে পাইলস রোগের মত সমস্যা হতে পারে, এর ফলে মলত্যাগের সময় রক্তপাত এবং ব্যথা অনুভব হতে পারে। এ সময় লজ্জাবতীর ব্যবহার খুবই উপকারী, এটি রক্তস্রাব দূর করতে এবং ব্যথা কমাতে সাহায্য করে। লজ্জাবতী গাছের পাতা ও মূল শুকিয়ে গুড়ো করে নিয়মিত খেলে অর্শ রোগ ও পাইলস থেকে মুক্তি পাওয়া যায়।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে লজ্জাবতী গাছের কার্যকরী উপাদান

ডায়াবেটিস নিয়ন্ত্রণে লজ্জাবতী গাছের গুরুত্ব অপরিসীম। লজ্জাবতী গাছের নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রতিদিন এক কাপ লজ্জাবতী গাছের পাতার চা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


স্ত্রী রোগ নিরাময়ে লজ্জাবতী গাছের প্রাচীন ভেষজ ব্যবহার

স্ত্রী রোগ প্রতিরোধে লজ্জাবতী গাছের উপকারিতা- লজ্জাবতী গাছ প্রাচীনকাল থেকে বিভিন্ন স্ত্রীরোগ এর চিকিৎসায় প্রাচীন ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি অনিয়মিত পিরিয়ড, সাদা স্রাব ও জরায়ু ইনফেকশনের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে। লজ্জাবতী গাছের শিকড় শুকিয়ে গুড়ো করে হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেলে উপকার মিলে।


ঘুমের সমস্যা দূর করতে লজ্জাবতী গাছের সহায়ক প্রভাব

লজ্জাবতী গাছের নির্যাস স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে। লজ্জাবতী গাছের পাতার রস বা পাতা দিয়ে চা করে ঘুমানোর আগে খেলে ঘুম ভালো হয়।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লজ্জাবতী গাছের অবদান

লজ্জাবতী গাছ মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লজ্জাবতী গাছে থাকা প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। লজ্জাবতী গাছের পাতা শুকিয়ে গুড়ো করে প্রতিদিন চায়ের সাথে মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।


চর্মরোগ নিরাময়ে লজ্জাবতী গাছের উপকারী দিক

চুলকানি, দাদ, একজিমা সহ বিভিন্ন চর্ম রোগে লজ্জাবতী এন্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। লজ্জাবতী গাছের পাতা পিষে পেস্ট করে আক্রান্ত স্থানে লাগালে বা গাছ শুকিয়ে গুঁড়ো করে দশ গ্রাম গুঁড়ো দুই কাপ পানির সঙ্গে মিশে ১০-১৫ দিন পান করলে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়।


মূত্রনালীর সমস্যা সমাধানে লজ্জাবতী গাছের কার্যকারিতা

লজ্জাবতী গাছের মূল মূত্রনালীর সংক্রমণ, জ্বালা ভাব, ডায়ুরেটিক বা বিরামহীন প্রসাব ঘটাতে অর্থাৎ কম পরিমাণে প্রস্রাব হলে -এ সমস্যা দূর করতে সহায়তা করে। লজ্জাবতী মূলের রস সকালে খালি পেটে পান করলে মূত্রনালীর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


প্রাকৃতিক চিকিৎসায় লজ্জাবতীর ব্যবহারচিত্র

সমস্যা ব্যবহারের অংশ ব্যবহার পদ্ধতি
রক্তপাত পাতা পিষে ক্ষতস্থানে লাগান
ডায়াবেটিস পাতা চা হিসেবে সেবন করুন
অর্শ রোগ মূল এবং পাতা গুঁড়া করে পানির সাথে মিশিয়ে পান করুন
দাঁতের মাড়ি পাতা রস দিয়ে কুলকুচি করুন
ঘুম না আসা পাতা চা করে পান করুন
চর্মরোগ পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগান
বমি/ডায়রিয়া মূল গুঁড়া করে পানির সাথে মিশিয়ে পান করুন
সাদা স্রাব শিকড় দুধের সাথে মিশিয়ে পান করুন

লজ্জাবতী-গাছের-উপকারিতা


উপরিক্ত সমস্যাগুলো ছাড়াও আরো নানা রোগের ঔষধ হিসেবে কাজ করে লজ্জাবতী গাছ। যেমনঃ কাশি ও কফ, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা ও সৌন্দর্য চর্চা, শরীরের দুর্গন্ধ দূর করা সহ বিভিন্ন পুরুষ এবং স্ত্রী রোগের চিকিৎসায় লজ্জাবতী গাছ ব্যবহার করা হয়

প্রয়োজনীয় সতর্কতা

লজ্জাবতী গাছের উপকারিতা যেমন রয়েছে তেমনি এর রয়েছে কিছু অপকারিতাও, তাই লজ্জাবতী গাছ ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। নিচে লজ্জাবতী গাছ ব্যবহারের প্রয়োজনীয় সতর্কতা গুলো তুলে ধরা হলো- 

  • গর্ভবতী নারীদের জন্য লজ্জাবতী গাছের ব্যবহার নিরাপদ নয়। এটি জরায়ু সংকোচন এর মাধ্যমে গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই গর্ভাবস্থায় লজ্জাবতী গাছের ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • নিয়মের বাইরে বা অতিরিক্ত ব্যবহার করলে বমি বা ডায়রিয়া হতে পারে, এছাড়াও শরীরে বিষক্রিয়া দেখা দিতে পারে।
  • যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে তাদের লজ্জাবতী গাছ ব্যবহার না করাই ভালো।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে ব্যবহার করা উচিত নয়।

লেখকের শেষ কথাঃ লজ্জাবতী গাছের উপকারিতা

লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানতে গেলে জানার শেষ হবে না। নানা ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় প্রাচীনকাল থেকেই এটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মানবদেহের বিভিন্ন রকম রোগ প্রতিরোধে লজ্জাবতী গাছের ভূমিকা অপরিসীম। তবে যে কোন প্রাকৃতিক ঔষধ ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। তাই এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে।

আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষায় আগ্রহী হয়ে থাকেন, তাহলে লজ্জাবতী গাছ আপনার জন্য হতে পারে এক অনন্য প্রাকৃতিক আশীর্বাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অন্যভিউ ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url